Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মোল্লারচর ইউনিয়নের ইতিহাস

নদীর পাড়ে গড়ে উঠা দীপাঞ্চল এবং বালু চর নিয়ে মোল্লা মুন্সিরা নাম করন করেন  মোল্লার চরের । পূর্বে জামালপুর জেলা, পশ্চিমে কামারজানি ইউনিয়ন,উত্তরে মোহনগঞ্জ ইউনিয়ন এবং দক্ষিনে এরেন্ডাবাড়ী ইউনিযন ।

ভৌগোলিক অবস্থানগত কারনে উত্তরাঞ্চলের গাইবান্ধা জেলা একটি অতিমাত্রায় দূর্যোগ প্রবণ এলাকা। নদী বেষ্টিত এলাকা হিসাবে প্রত্যন্ত অঞ্চলে তথা গাইবান্ধার প্রাণ কেন্দ্র থেকে ২৫ কিলোমিটার অদূরে সু-পরিচিত এলাকার নাম “মোল্লারচর”।যমুনা ও বহ্মপুত্র নদের করাল গ্রাসে বিলুপ্তি ঘটেছে অঙ্গন কিন্তু অতীতের দৃশ্যপট স্মৃতি এখনো সবার হৃদয় কে নাড়া দিয়ে কর্মচাঞ্চল্য হতে জাগ্রত করে। অতীত কে নয় বর্তমান প্রজন্মকে সঠিক পথে সু-শিক্ষায় শিক্ষিত করে এবং প্রযুক্তিগত দক্ষতা বাড়িয়ে দেশ ও সমাজের উন্নয়নের দুয়ার উন্মোচন করতে সদা প্রস্তূত  মোল্লারচর ইউনিয়ন পরিষদ।